বাগেরহাটের মোরেলগঞ্জে করোনায় কর্মহীন ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ সাড়ে ৩শ’ পরিবারে প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণসামগ্রী পৌছে দিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ। শুক্রবার বেলা ১০টায় তিনি মোরেলগঞ্জ সদর ইউনিয়নের কাঠালতলা গ্রামে এসব ত্রাণসামগ্রী পৌছে দেন। এরপরে তিনি ৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন।
উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-্ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, মোরেলগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, সহকারি কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক এসময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার