ব্যক্তিগত গাড়ি দিয়ে ঢাকা ছাড়ার অনুমতি মিললেও অনেকটা ফাঁকা রয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। মহাসড়কের টাঙ্গাইল অংশে ব্যক্তিগত যানবাহন চলাচল করতে খুব একটা দেখা যায়নি। তবে নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক চলাচল করছে।
এদিকে মহাসড়কের কালিহাতি উপজেলার এলেঙ্গা, সদর উপজেলার রাবনা বাইপাসসহ সড়কের বিভিন্ন স্থানে উত্তরবঙ্গগামী নিম্ন আয়ের মানুষদের যাবাহনের জন্যে অপেক্ষা করতে দেখা গেছে। এছাড়াও অনেকেই সিএনজি চালিত অটো রিক্সা ও ব্যাটারি চালিত অটোরিক্সায় গাদাগাদি করে গন্তব্যে পৌছানোর চেষ্টা করছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার