নেত্রকোনার দুর্গাপুরে সামাজিক দূরত্ব না মেনেই সরকারি চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। শুক্রবার ২২ মে দুপুরে ঈদকে সামনে রেখে পৌর শহরের বিরিশিরিতে সরকারি খাদ্যগুদাম থেকে এই চাল বিতরণ করা হয়।
এ সময় উপজেলার কয়েক শতাধিক নিম্নআয়ের মানুষের মাঝে ১০ কেজি করে জিআরএর সরকারি চাল দেয়া হয়েছে।
সকলেই সামাজিক দূরত্ব না মেনেই যে যার মত করে চাল সংগ্রহ করতে দেখা গেছে।
গেলো দুই মাসে দুর্গাপুর উপজেলায় করোনাভাইরাস শনাক্ত না হলেও সম্প্রতি মাত্র ১২ দিনের ব্যবধানে উপজেলায় আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপরও কারো মাঝে সচেতনতার দেখা মিলছে না। বিশেষ করে নিম্ন আয়ের মানুষগুলো প্রতিদিনই এখান থেকে ওখানে ছুটছেন ত্রাণের আশায়।
সরকার সকলকেই সামাজিক দূরত্ব মেনে চলার জন্য নির্দেশনা দিলেও অনেকেই মানছেন না এই নির্দেশনা ।
এমন অবস্থায় সরকারি খাদ্য গুদামের সামাজিক দূরত্ব নিশ্চিত না করেই চাল বিতরণ করাকে করোনা পরিস্থিতি মোকাবেলায় হুমকি স্বরূপ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ