ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী, কর্মহীন, অস্বচ্ছল ৩শ পরিবারের মাঝে এক মাসের খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে ইট’স হিউম্যানিটি ফাউন্ডেশন (আইএইচএফ)।
শুক্রবার সকালে সদর উপজেলার শিবগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
ঠাকুরগাঁও জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু ও সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আদনান হোসেন এসময় গরিব অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আটা, আলু, তেল, লবণ, চিনি, সেমাই, চিড়া, সাবানসহ ৫৫ কেজির একটি করে প্যাকেট তুলে দেন।
বিডি প্রতিদিন/হিমেল