গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চকরহিমাপুর গ্রামে শুক্রবার করোনা উপসর্গ নিয়ে সুদর্শন দেবনাথ (৩৮) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি চকরহিমাপুর গ্রামের নিবারন দেবনাথের ছেলে ও গোবিন্দগঞ্জ বাজারের কাপড় ব্যবসায়ী।
মৃতের পরিবার জানায়, গত ১৫ মে থেকে সুদর্শন জ্বর ও সার্দি কাশিতে ভুগছিলেন। শুক্রবার সকালে তার শ্বাসকষ্ট দেখা দেয়ায় তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাশেদুল ইসলাম রাশেদ জানান, সুদর্শন নামের ব্যক্তির সর্দি জ্বর ও কাশিসহ অসুস্থতা থাকায় খবর পেয়ে গত ১৮ মে তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করা হয়। তিনি করোনা আক্রান্ত কিনা তা জানতে নমুনা রংপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। তবে রিপোর্ট আশার আগেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদী হাসান জানান, করোনা উপসর্গে মৃত্যু হওয়ায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীদের উপস্থিতিতে সুদর্শনের গ্রামের বাড়িতে তাকে দাহ করা হয়। তার পরিবারের সদস্য ও সংস্পর্শে আসাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/আল আমীন