ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলীয় এলাকা কয়রা ও পাইকগাছায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। শুক্রবারে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা, ভেঙ্গে যাওয়া ঘরবাড়ি, বাঁধ পরিদর্শন করেন। এই দুই উপজেলায় বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। ঘূর্ণিঝড়ে এখানে দুর্গত মানুষের সংখ্যা লক্ষাধিক।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ঢেউটিন, নগদ টাকা, শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও চাল, ডাল, আলু, তেল বিতরণ করেন।
এ সময় খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জিয়াউর রহমান, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না, কয়রা উপজেলা নির্বাহী অফিসার শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন