৮ হাজার মানুষকে খাদ্য সামগ্রী প্রদানের পর এবার ৩ হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছেন বগুড়া পৌরসভার প্যানেল মেয়র ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম। সরকারি বরাদ্দ থেকে ৯শ জনকে চাল ও আলু প্রদানসহ ব্যক্তিগত অর্থায়নে তিনি এ সহযোগিতা প্রদান করেছেন।
৩ হাজার প্যাকেট ঈদসামগ্রী বিতরণ করেছেন কর্মহীন মোটর শ্রমিক ও অসহায় মানুষের মাঝে। করোনা প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকেই তিনি সব মিলিয়ে প্রায় ১৩ হাজার মানুষকে ঈদ সামগ্রী ও খাবার বিতরণ করেছেন। শুক্রবারও তিনি বিভিন্ন এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডের ধমক পাড়া, পুরান বগুড়া, পালশা সরকার পাড়া, চৌকির পাড়, গোদার পাড়া দক্ষিণ পাড়া, ছোট কুমিড়া উত্তর পাড়া, পশ্চিম পাড়া, পালশা বিদ্যুৎনগর, ছোটকুমিড়া সরদার পাড়া, মধ্য পাড়া, গোদার পাড়া, পশ্চিম পাড়া, পালশা হাজী পাড়া, পালশা আদর্শ গুচ্ছগ্রাসহ বিভিন্ন এলাকায়। এছাড়া ওয়ার্ডের ৪৭টি মসজিদের ঈমাম, মুয়াজ্জিনদের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন।
বিডি প্রতিদিন/আল আমীন