গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেনের উদ্যোগে শুক্রবার সকালে লতিফপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে করোনার কারণে বেকার হয়ে পড়া নিম্ন আয়ের ৫৫০টি পরিবারের মাঝে পোলাওয়ের চাল, সেমাই, চিনি ও আলু বিতরণ করা হয়েছে। কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান উপস্থিত থেকে নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।
এ সময় মেয়র মজিবুর রহমান বলেন, এ পর্যন্ত সরকারি ও পৌর পরিষদের পক্ষ থেকে ৩১ হাজার ১৩২ পরিবারের মাঝে ত্রাণ, ঈদ সামগ্রী এবং শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। এছাড়া আমাদের কাউন্সিলরগণ তাদের ব্যক্তিগতভাবে ত্রাণ দিয়ে সাহায্য করছে।
বিডি প্রতিদিন/আল আমীন