বাউফলে পটুয়াখালী জেলা পরিষদের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে করোনার প্রভাবে কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে নিজ বাসভবনে ওই উপহার সামগ্রী বিতরণ করেন পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ও বাউফল প্রেস ক্লাব সভাপতি মো. হারুন অর রশিদ খান।
হারুন অর রশিদ খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ সহায়তার অংশ হিসেবে পটুয়াখালী জেলা পরিষদের ত্রাণ তহবিল থেকে ২শ পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে চাল, ঢাল, তেল, চিনি, সেমাই ইত্যাদি বিতরণ করা হয়েছে। তিনি বলেন, ত্রাণ ভিক্ষা নয়, অধিকার। মহামারী করোনা ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে।
বিডি প্রতিদিন/আল আমীন