ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে খুলনার উপকূলীয় এলাকার প্রায় নব্বই কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কয়রা, দাকোপ ও বটিয়াঘাটায় বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকার জমির ফসল ও ঘরবাড়ি প্লাবিত হয়েছে। তবে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় এখনই বাঁধে বড় ধরনের সংস্কার কাজ করছে না পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার পাউবো, খুলনার নির্বাহি প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড়ে খুলনার উপকূলীয় এলাকার প্রায় ৯০ কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অর্থ বরাদ্দ না থাকায় এখনই বড় ধরনের মেরামত কাজ করা সম্ভব হচ্ছে না। তবে অমাবশ্যা ও বর্ষাকাল মৌসুম সামনে থাকায় ক্ষতি এড়াতে কয়েকটি পয়েন্টে জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার