রাঙামাটিতে করোনা রোগীদের জন্য টেস্টিং ল্যাব আইসিইউ ও ভেন্টিলেটর ইউনিট স্থাপনের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)।
শুক্রবার গণমাধ্যম কর্মীদের দেওয়া এক বিবৃতিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রাঙামাটি এরিয়া ম্যানেজার বেনজিন চাকমা এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় রাঙামাটিতেও উদ্বেগজনকভাবে দিন দিন করোনা পজিটিভ রোগী বৃদ্ধি পাচ্ছে। জেলা সদরসহ ১০টি উপজেলার করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ করে বিভাগীয় শহরে প্রেরণ করা হয়। নমুনা প্রেরণের ৬-৭ দিন পর ফলাফল পাওয়া যায়। ফলাফল প্রাপ্তিতে বিলম্ব হওয়াই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। যার কারণে করোনা সংক্রমন দ্রুত ছড়িয়ে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। তাই করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থা করার লক্ষ্যে রাঙামাটিতে টেস্টিং ল্যাব স্থাপনের এ দাবি জানানো হয়।
বিবৃতিতে তিনি আরও বলেন, করোনা ভাইরাস আক্রান্ত সংকটাপন্ন রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ ও ভেন্টিলেটর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু রাঙামাটি জেনারেল হাসপাতালে কোনো আইসিইউ ও ভেন্টিলেটর ইউনিট নেই। এছাড়া, পর্যাপ্ত টেকনোলজিস্ট সংকট রয়েছে। সম্প্রতি ডাক্তার, নার্সসহ অন্যান্য স্বাস্থ্য কর্মীদের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখানে করোনার কাছে কেউ নিরাপদ নয়। তাই পার্বত্যাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের কথা চিন্তা করে সরকারের প্রয়োজীয় ব্যবস্থা করা খুবই প্রয়োজন। একই সাথে ডাক্তার, নার্স এবং সকল স্বাস্থ্যকর্মীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করার দাবি জানান তিনি।
জানা গেছে, বাংলাদেশের বৃহত্তর জেলা রাঙামাটি। যা অন্যান্য জেলার ছেয়ে দূর্গম। তাই এ অঞ্চলের মানুষ সবচেয়ে সুবিধা বঞ্চিত। পড়া লিখার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাও অনেক নাজুক। এরই মধ্যে বৈশ্বিক মহামারি করোনা আক্রন্ত হয়েছে এ অঞ্চলের প্রায় ২৪ জন। তাদের জন্য নেই কোনো চিকিৎসা ব্যবস্থা। চিকিৎসা সংকটে রয়েছে এসব করোনা আক্রান্তরা। শুধু তাই নয় অপর দুই পার্বত্য জেলা বান্দরবান ও খাগড়াছড়িতেও একই অবস্থা। তাই পার্বত্যাঞ্চলের মানুষগুলো বেশ কিছু দিন ধরে পাহাড়ে করোনা রোগীদের জন্য টেস্টিং ল্যাব আইসিইউ ও ভেন্টিলেটর ইউনিট স্থাপনের দাবি জানানো হচ্ছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম