কিশোরগঞ্জে দুস্থদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে পুলিশ লাইন্স মাঠে দুইশ জনের হাতে এসব সামগ্রী তুলে দেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ।
এসব সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি, মাস্ক, সেমাই, দুধ, চিনি ও কিসমিস। পুলিশ লাইন্স মাঠে সামাজিক দূরত্ব মেনে প্রত্যেকের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন