মানিকগঞ্জে ঈদ উপলক্ষ্যে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে জেলা পরিষদ কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হয়। এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট চেয়ারমান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী ইসরাফিল হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদরদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান হাসিবুল হাসান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রোমেজা আক্তার মাহিন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রোমেজা আক্তার মাহিন।
বিডি প্রতিদিন/এ মজুমদার