ঢাকার ধামরাই পৌরসভায় ৫ ঘন্টায় ৩৮ স্পটের প্রায় ২ হাজার কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করেছে পৌরসভা কর্তৃপক্ষ। শনিবার সকাল থেকে শুরু করে পৌরসভার মেয়র গোলাম কবিরসহ কর্মকর্তা ও কর্মচারিরা পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ত্যাগ করে তারা ৯টি ওয়ার্ডে বর্জ্য অপসারণে নামেন। এ সময় বর্জ্য পরিষ্কারের পর জীবাণু মুক্ত করতে বিভিন্ন জীবাণুনাশক মেডিসিন ছিটানো হয়।
মেয়র গোলাম কবির বাংলাদেশ প্রতিদিনকে জানান, গত বছরও কোরবানির বর্জ্য যথাসময়ে পরিষ্কার করা হয়েছিল। এবারও তার ব্যতিক্রম হয়নি। সকলের সহযোগিতায় অল্প সময়ে আমরা বর্জ্য নিরসন করতে পেরেছি। এ বছর করোনাভাইরাসের কারণে আমরা গুরুত্বের সাথে কোরবানির পশুর বর্জ্যগুলো পরিষ্কার করে নিরাপদ স্থানে ফেলেছি।
বিডি প্রতিদিন/আল আমীন