২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার চূড়ান্ত বিচার ও ঘটনার মূল পরিকল্পনাকারী তারেক রহমানকে ফিরিয়ে এনে অবিলম্বে রায় কার্যকরের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আমরা ক’জন মুজিব সেনা’ নামীয় সংগঠনের ব্যানারে শুক্রবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা আবু তালেব হালান. জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী, শাহাদাত হোসেন খোকন, দপ্তর সম্পাদক রিয়াজ পাটোয়ারী. শাকিল কাজী, ছাত্রলীগ নেতা শান্ত পাটোয়ারী প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন