২৫ অক্টোবর, ২০২০ ২১:৪৯

শরীয়তপুরে ১৩৯ জেলের কারাদণ্ড-জরিমানা

অনলাইন ডেস্ক

শরীয়তপুরে ১৩৯ জেলের কারাদণ্ড-জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরে পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে গত ২৪ ঘণ্টায় ১৩৯ জেলেকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানা ও মামলাও দেওয়া হয়েছে।

 
শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযানে আটকদের এ দণ্ড দেওয়া হয়।  

শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফ জানান, শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় পদ্মা নদীর প্রায় ৮০ কিলোমিটার এলাকায় মৎস্য কার্যালয়, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে ১৮টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৩৯ জেলেকে আটক করে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলা হয়েছে ২০২টি। জরিমানা করা হয়েছে তিন লাখ ১০ হাজার টাকা। ১৮৩ কেজি ইলিশ ও তিন লাখ ৩১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর