৩১ অক্টোবর, ২০২০ ১২:৪৩

নেত্রকোনায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

জনগণের সেবায় নিয়োজিত পুলিশের কার্যক্রমকে বেগবান করতে নেত্রকোনায় জেলা কমিউিনিটি পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। এ উপলেক্ষে ‘মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই স্লোগানকে সামনে রেখে জেলা পুলিশের আয়োজনে র‌্যালি, পথচারীদের মাঝে মাস্ক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকল সাড়ে ১০টায় জেলা পাবলিক হলের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে পৌরসভার সামনে সড়কে গিয়ে শেষ হয়। সেখানে কোভিড ১৯ এর সচতেনতায় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এরপরে বেলুন উড়িয়ে পুলিশিং ডে এর উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক কাজি আবদুর রহমান ও পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী।  

পরে পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভায় পুলিশ সুপার আকবর আলী মুনসীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান, জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তফসির উদ্দিন খান, পৌর মেয়র নজরুল ইসলাম খান, শিক্ষক ছায়েদুর রহমানসহ বিভিন্ন সামজিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনাসভা ও র‌্যালিতে জেলার বিভিন্ন স্থানের কমিউনিটি পুলিশং কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, নারী নির্যাতন, ধর্ষণসহ সকল অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। সেইসাথে সাধারণ মানুষের সেবায় পুলিশকে আরো আন্তরিক হয়ে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর