কক্সবাজারের টেকনাফ সীমান্তে অক্টোবর মাসে ৪ লাখ ১৭ হাজার ইয়াবা, চোরাই পণ্য ও অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব উদ্ধারের ঘটনায় ৩৫ জনকে আটক করা হয়। ৪৬টি মামলা করা হয়েছে। রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান।
তিনি জানান, অক্টোবর মাসে সীমান্ত ও চেকপোস্টে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৪ লাখ ১৭ হাজার ৬৪৯ পিস ইয়াবা উদ্ধার করে। ইয়াবার আনুমানিক মূল্য ১২ কোটি ৫২ লাখ ৯৪ হাজার ৭শ টাকা। এসব ইয়াবা উদ্ধারের ঘটনায় ৩৩ মামলায় ২৭ জনকে আটক করা হয়। বিজিবি সীমান্ত ও চেকপোস্ট থেকে ৪৮ হাজার ৯২৫ টাকা মূল্যের মিয়ানমারের ১২৫ ক্যান বিয়ার ও ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এসব জব্দের ঘটনায় তিনটি মামলায় দুইজনকে আটক করা হয়।
এছাড়া সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৭৩ টাকা মূল্যের চোরাই পন্য জব্দ করা হয়েছে। নয়টি মামলায় দুইজনকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, বিজিবির সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে দেশী তৈরি ছয়টি বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড রাইফেলস এ্যামুনেশন, ৪ রাউন্ড এলএমজি এ্যামুনেশন, ৪ রাউন্ড রকেট প্যারাসুট প্লেয়ার ও ৯ রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করেছে। একটি মামলায় চারজনকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন