সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শান্তিগঞ্জের পরিবর্তে জেলা সদরে স্থাপনের দাবিতে পৃথক তিনটি স্থানে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সদর উপজেলার মঙ্গলকাটা বাজার, হালুয়ারঘাট বাজার ও নবীনগর পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন এই পথসভার আয়োজন করে।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, জাপা নেতা রশিদ আহমদ, সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন, প্রভাষক ফারুক রশিদ, উন্নয়নকর্মী সালেহীন চৌধুরী, আওয়ামী লীগ নেতা সারাজ উদ্দিন, আব্দুল আলিম, জাপা নেতা জসিম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জেলার মানুষের জন্য মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান উপহার দিচ্ছেন। কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে সবগুলো প্রতিষ্ঠানই দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা সদরকে বঞ্চিত করে দুই কিলোমিটার আয়তনের মধ্যে এতোগুলো প্রতিষ্ঠান স্থাপন হলে শত বছরে গড়ে উঠা শহর সুনামগঞ্জ অন্ধকারে নিমজ্জিত হবে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ