তিস্তা নদীর ভাঙন রোধ, নদী পুনঃখনন, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা, ভাঙন কবলিত হাজার হাজার পরিবারকে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছেন তিস্তা পারের ৫ জেলার মানুষ। রবিবার রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী জেলায় তিস্তা তীরবর্তী এলাকার দুই ধারে ২৩০ কিলোমিটার ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিভিন্ন স্থানে সমাবেশে বক্তব্য দেন 'তিস্তা বাঁচাও, নদী বাঁচাও' সংগ্রাম পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য অধ্যক্ষ নুজরুল ইসলাম হক্কানী, সফিয়ার রহমান, শফিকুল ইসলাম কানু, আমিন বিএসসি, মোজফফর হোসেন, অধ্যক্ষ মোহাম্মদ আলী, মাহমুদ আলম, মাহাবুব আলম, আমিনুর রহমান, সাদেকুল ইসলাম দুলাল, আব্দুন নুর দুলাল, বখতিয়ার হোসেন শিশির, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগীয় প্রধান ড. তুহিন ওয়াদুদ, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নুরুজ্জামান খান প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার