গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিন্ডারগার্টেন খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন কালিয়াকৈর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিয়াকৈর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহ্বায়ক বায়জিত হোসেন, কালিয়াকৈর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্য সচিব এম তুষারী, কালিয়াকৈর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের যুগ্ম-আহ্বায়ক মফিজুর রহমান সহ সংগঠনের নেতারা।
আজকের মানববন্ধনে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শতাধিক শিক্ষক অংশ নেন। তারা অবিলম্বে কিন্ডারগার্টেন স্কুল খুলে দেওয়ার দাবি জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর