ভালুকায় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে সমাজসেবায় উৎসাহমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভ্যুদয়’ এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অভ্যুদয়ের উপদেষ্টা ও ভালুকা সরকারি কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান তুহিনের সভাপতিত্বে ও সভাপতি আসাদুজ্জামান সুমনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, অধ্যাপক সারোয়ার আলম, অধ্যাপক আবুল হাসেম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসি, কবি ও শিক্ষক শফিকুল ইসলাম খান, সমাজকর্মী শাহাব উদ্দিন, রিগান খান, স্বেচ্ছাসেবী মোকসেদুর রহমান মামুন প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর