মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় ছুরিকাঘাতে যুবক রতনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রতনের পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে রতনের পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে।
মেহেরপুর সদর থানার ওসি শাহা দারা জানান, ঘটনার পরপরই মেহেরপুর সদর থানার পুলিশ ও ডিবি পুলিশের দল অভিযান শুরু করেছে। আসামিদের গ্রেফতারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বশত্রুতার জের ধরে রবিবার শেষ বিকালে মেহেরপুর শহরের মল্লিক পাডার রতেনের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে মেহেরপুর স্টেডিয়াম মাঠে ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় রতনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে ঢাকা রেফার্ড করা হয়। রতন মেহেরপুর শহরের মল্লিকপাড়ার শফিক উদ্দীনের ছেলে।
রতনের পরিবার জানায়, মেহেরপুর বাসস্ট্যান্ড পাড়ার তুফানের ছেলে আলিফ এবং স্টেডিয়াম পাড়ার টুমুর ছেলে দুলাল মাহমুদ পূবের একটি বিরোধ মীমাংসা করবে বলে রতনের বাড়ি থেকে রতনকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। পরে তাকে মেহেরপুর স্টেডিয়াম এর পূর্ব গ্যালারির উপর নিয়ে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে।
বিডি প্রতিদিন/আল আমীন