গাজীপুরের শ্রীপুরে এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ওই ঘটনার বিচার চাওয়ায় রবিবার রাতে ভিকটিমের বাড়িতে হামলা চালিয়েছে অভিযুক্তের স্বজনেরা।অভিযুক্ত (১৪) শ্রীপুরের পটকা গ্রামের রবির ছেলে। সে স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।
ভিকটিমের বাবা ও স্বজনেরা জানান, স্থানীয় পটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ছাত্রী শুক্রবার বিকেলে বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা দেখতে যায়। ওই সময় চকলেট খাওয়ানোর কথা বলে অভিযুক্ত কিশোর পাশের শালবনে নিয়ে ধর্ষণ করে। ওই ছাত্রী রবিবার সকালে ব্যথায় কান্নাকাটি শুরু করে।
পরে ওই ছাত্রী তার বাবা-মাকে ধর্ষণের ঘটনা জানায়। ঘটনা প্রতিবেশীদের জানিয়ে রবিবার রাতে শ্রীপুর থানা পুলিশকে অবহিত করে। পুলিশ ওই রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্তের স্বজনেরা ক্ষিপ্ত হয়ে ওই রাতেই ভিকটিম ছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় সোমবার থানায় মামলা হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। ভিকটিম শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন