দীর্ঘদিন পর আবার মাঠে গড়াচ্ছে রংপুর বিভাগের জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা দল। আজ ৩ নভেম্বর বিকেল আড়াইটা থেকে দিনাজপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে এ প্রতিযোগিতা। রংপুর বিভাগের ৭টি জেলা দল এতে অংশ নিচ্ছে। খেলায় দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, নীলফামারী,পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং কুড়িগ্রাম এর ফুটবল দল অংশ নিচ্ছে।
আগামীকাল মঙ্গলবার উদ্বোধনী দিনে খেলবে রংপুর বনাম ঠাকুরগাঁও। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে এবং জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলাল। খেলা পরিচালনার জন্য বাফুফে থেকে নজরুল ইসলামসহ ৭ জন দায়িত্ব পালন করবেন।
বিডি প্রতিদিন/ফারজানা