নাটোরে ট্রেনে কাটা পড়ে ১৪ বছর বয়সী এক অজ্ঞাতনামা শিশু নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নাটোর-পার্বতীপুর রেল লাইনের আমহাটি ফকিরপাড়া গোদাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর রেল স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি গোদাই ব্রিজ অতিক্রম করার পর পরই রেল লাইনের ধারে শিশুটির মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
পরে এলাকাবাসীর মাধ্যমে ঘটনাটি জানার পর দুজন রেলওয়ের স্টাফকে সেখানো পাঠানো হয়। বিষয়টি সান্তাহার রেলওয়ে থানাকে অবহিত করা হলে রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই