কোমরে লুঙ্গির ভাঁজে করে ৩ কোটি ১৫ লাখ ৩৫ হাজার ৮৬৯ টাকার স্বর্ণালংকার এনে ধরা পেড়েছেন এক ব্যক্তি। তাকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম মো. কলিম (২১)। তার বাবার নাম কবির আহম্মেদ। তাদের বসবাস বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে।
বিজিবি জানিয়েছে, রবিবার (১ নভেম্বর) রাতে বিজিবির কক্সবাজার রিজিয়নের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) ঘুমধুম বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় চোরাকারবারি বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারেন। এমন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি চৌকস আভিযানিক টহল দল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপির কুড়ারপাড়া এশিয়ান হাইওয়ে রোডস্থ ব্রিজের পার্শ্বে অবস্থান নেয়। পরে আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে এক ব্যক্তিকে সীমান্ত হতে হেঁটে কুতুপালংয়ের দিকে আসতে দেখেন। সন্দেহ হলে তাকে আটক করা হয়।
তার আচরণ সন্দেহজনক হওয়ায় টহল দল তার শরীর পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে। তার কোমরে লুঙ্গির ভাঁজে অতিকৌশলে লুকানো ৩ কোটি ১৫ লাখ ৩৫ হাজার ৮৬৯ টাকা মূল্যমানের ৪৭১ ভরি ৯ আনা ৪ রতি বার্মিজ স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হয়।
বিজিবি আরও জানায়, কর/ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে এই স্বর্ণালংকার আনায় ওই চোরাকারবারিকে আটক করে, উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার এই স্বর্ণালংকার কক্সবাজার ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ