রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে রোগীর সাথে প্রতারণাকারী দালাল চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপির ডিবি এন্ড মিডিয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি কোতয়ালী থানার ধাপ এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের লোকজনের সাথে প্রতারণা করার সময় দালাল চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল,জেলরোড এলাকার শামসুল হকের ছেলে মো. শাহিন মিয়া, হরকলি এলাকার মকবুল হোসেনের ছেলে মোঃ সাগর, ধাপ জেলরোড এলাকার মৃত রমজান মিয়ার ছেলে মোঃ নুরুন্নবী, তারাগঞ্জের শিল্পপাড়া এলাকার মৃত হেফাজ উদ্দিনের ছেলে মো. জিকরুল ইসলাম ও খলিফাপাড়া এলাকার মৃত আব্দুল কাজেরের ছেলে মোঃ আলাউদ্দিন আলাল।
আরপিএমপির ডিবি এন্ড মিডিয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, আসামিরা জেলার বাইরে থেকে যারা চিকিৎসা নিতে আসতো তাদের প্রতারিত করতো। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার