বগুড়ার সোনাতলায় ১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন সংকট দূর হতে চলেছে। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ওই প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। এতে করে স্কুল গুলোতে ভবন সংকট দূর হয়েছে। পাশাপাশি শিক্ষার আধুনিক পরিবেশ তৈরি হয়েছে।
স্কুল গুলো হচ্ছে, আমলীতলা মডেল প্রাথমিক বিদ্যালয়, হলিদাবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, করমজা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুজাইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিগদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, চারালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিচারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের প্রচেষ্টায় বগুড়ার সোনাতলা উপজেলার ১৩টি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। ইতিপূর্বে আরও ৩৮টি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের কাজ শুরু হয়ে এখন তা একেবারে শেষ পর্যায়ে। মূল ভবন নির্মাণ হয়ে এখন স্কুলের শিক্ষার্থীদের পায়ে হাটার সড়ক বা পথ মেরামত করা হচ্ছে। স্কুল গুলোতে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও ভবন সংকটের বিষয়টি ছিল মূল সমস্যা। এরই মধ্যে করোনার কারণে স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদেরও কোন সমস্যায় পড়তে হয়নি।
এ বিষয়ে বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, অতীতেও সরকার ছিল, তাদের এমপি, মন্ত্রী ছিল। কিন্তু স্কুল কলেজে এত ভবন নির্মাণ হয়নি। বর্তমান আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের সময় তা হয়েছে।
বগুড়ার সোনাতলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সাহা জানান, সম্প্রতি স্কুল ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। বর্তমান সরকার শিক্ষা সহায়ক সরকার। এই সরকারের শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোর উন্নয়ন হয়েছে। এতে করে শিক্ষার মান বৃদ্ধি পাবে। পাশাপাশি ভবন সংকট দূর হবে এবং শিক্ষার্থীদের লেখাপড়ার সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।
বগুড়ার সোনাতলা উপজেলা প্রকৌশলী মোঃ রাশেদ ইমরান জানান, ২০১৯-২০ অর্থ বছরে সোনাতলা উপজেলার বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। আধুনিকভাবে ভবনগুলো নির্মাণ করা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের বিষয়গুলো মাথায় রেখে নির্মাণ কাজ শেষ হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন