কুমিল্লার লাকসামে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও ৫০০০তম রক্তদান উদযাপন করা হয়। আজ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে সাড়া জাগানো মানবিক সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটির উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ ফয়সাল হোসেন বাপ্পির সঞ্চলনায় ও লাকসাম পৌরসভার মেয়র-সংগঠনের পৃষ্টপোষক অধ্যাপক মো. আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম সাইফুল আলম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, ফেয়ার হেলথ হসপিটাল এর ভাইস চেয়ারম্যান মীর মোঃ আবু বাকার, মেডিকেল সেন্টার (প্রা.) লি. এর ব্যবস্থাপনা পরিচালক লুৎফুর রহমান জুয়েল, উপ-ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হক মজুমদার, আমেনা মেডিকেল সেন্টার (প্রা.) লি. এর ব্যবস্থাপক মোঃ মাঈনউদ্দিন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের সহ সভাপতি মুজাহিদুল ইসলাম সাকিব, সাধারণ সম্পাদক জহিরুল কাঈয়ূম অনিক, মিডিয়া এডভাইজার জহিরুল কাইয়ূম ফিরোজ, নির্বাহী সদস্য রোকনুজ্জামান রোকন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ফরহাদ আলম, দপ্তর সম্পাদক রকিবুল হাসাম শান্ত, সমাজসেবা বিষয়ক সম্পাদক ইমরান মাহমুদ, কর্মসূচি বিষয়ক সম্পাদক মহসিন মিয়া, নারী শিশু ও শিক্ষা বিষয়ক সম্পাদক ইকবাল মাহমুদ, নির্বাহী সদস্য আজিমুর রহমান, কাউসার আলম, সদস্য মোঃ আজিজ, শাহাদাত হোসেন, জোবায়ের আহমেদ, রাফি মাহমুদ, আক্তার হোসেন, মামুন হোসেন, অন্তু, নাজমুল হাসান, রাশেদ সহ প্রমুখ।
আলোচনা সভা শেষে ৫০০০তম রক্তদান পূর্ণ হওয়ায় কেককাটা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৫ জন উদীয়মান স্বেচ্ছাসেবককে সম্মাননা প্রদান করা হয়। এরপর উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ