নোয়াখালীর সেনবাগের ২নং কেশারপাড় ইউনিয়ন থেকে পুলিশ ৯ জুয়াড়ি ও এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় আটককৃতদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা, নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী জব্দ করে পুলিশ।
আজ সোমবার দুপুরে আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- কেশারপাড় গ্রামের আব্দুল গফুরের ছেলে মাদক ব্যবসায়ী আলী আজগর, একই এলাকার জুয়াড়ি সুমন, সাইফুল, সোহাগ, আব্দুল মান্নান, মোস্তফা, আব্দুল মুমিন, আব্দুল কাদের কিরন, আব্দুর রহিম ও ইসমাঈল হোসেন সুজন।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার (১ নভেম্বর) দিবাগত রাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় আসামিরদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ওই মামলার আলোকে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ