সিদ্ধিরগঞ্জে মটর মেকানিক্স শুভ হত্যা মামলার আসামিদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শোক র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ শোক র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শোক র্যালিটি কাঁচপুর সেতুর পশ্চিমপাড় থেকে শুরু করে শিমরাইল মোড় ডাচ্ বাংলা ব্যাংকের সামনে গিয়ে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়।
নিহত শুভ’র ছোট ভাই শরিফুল আলম সৌরভের নেতৃত্বে শোক র্যালি ও মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মামুন, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ ওয়াসিম, মনির হোসেন, মোঃ তুষার, মোঃ ফারুক, মোঃ আল-আমিন, এনামুল, আব্দুর রহিম খাঁন, আজিজুল ও জুম্মনসহ আরো অনেকে।
উল্লেখ্য, গত বছরের ১৪ ফেব্রুয়ারি রাতে সিদ্ধিরিগঞ্জরে শিমরাইল উত্তরপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীরা পিটিয়ে শুভকে হত্যা করে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন