বগুড়ার সোনাতলায় শুক্রবার বাঙালী নদীতে বিরল প্রজাতির একটি মাছ মাঝিদের জালে আটকা পড়েছে। জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের পোড়াপাইকড় এলাকার বিশু আকন্দের ছেলে শাহ আলম বাড়ির পার্শ্ববর্তী বাঙালী নদীতে জাল ফেলে। এক পর্যায়ে শুক্রবার সকালে শাহ আলম নদীতে গিয়ে তার জালে বিড়ল প্রজাতির একটি মাছ আটকা পড়েছে বলে দেখতে পায়। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় জালসহ মাছটি নৌকা দিয়ে কিনারে নিয়ে আসে।
ঘটনাটি জানাজানি হলে উৎসুক জনতা মাছটিকে এক নজর দেখতে ওই নদী পাড়ে ভিড় জমায়। আটক মাছটি দেখতে কুচে মাছের মতো। মাছটির ওজন প্রায় ১৭ কেজি। এরপর একই এলাকার তহসিন আলী প্রামানিকের ছেলে মিঠু মিয়া ১৫শ টাকায় মাছটি ক্রয় করে।
বিডি প্রতিদিন/আল আমীন