‘জাতীয় জাগরণের লক্ষ্যে সুসাশন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে যাও’ শ্লোগানে নীলফামারীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক ‘অগ্নিঝড়া মার্চ ৭১’ স্মরণে পতাকা র্যালি করেছে জাসদ।
কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি পতাকা র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে আলোচনা সভায় মিলিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম। বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক জাবির আখতার, সৈয়দপুর উপজেলার সভাপতি আজিজুল হক, জলঢাকা উপজেলার সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, ডিমলা উপজেলার সভাপতি দিলীপ কুমার রায় ও জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি সুমন্ত রায় প্রমুখ।
জলঢাকা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম বলেন, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং জাসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ২ বছরের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ওই কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী জেলা জাসদ এ কর্মসূচি পালন করে।
বিডি প্রতিদিন/এমআই