দিনাজপুরের হাকিমপুরে সড়কের রং-চিহ্ন বিহীন স্পীড ব্রেকার বুঝতে না পারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রেহেনা বেগম নামে এক স্কুল শিক্ষিকা।
আজ শনিবার ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত বৃহস্পতিবার সড়কে স্পীড ব্রেকার বুঝতে না পারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
নিহত রেহেনা বেগম (৩৮) হাকিমপুর উপজেলার মুহাড়াপাড়া গ্রামের আবু তালেবের স্ত্রী এবং হাকিমপুর উপজেলার বিশাপাড়া হাইস্কুলের সহকারী শিক্ষিকা।
স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার বিকেলে রেহেনা বেগম তার ভাইয়ের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে হাকিমপুর পৌর এলাকার চন্ডিপুর ডলি মেমোরিয়াল স্কুলের সামনের সড়কে থাকা স্পিড ব্রেকার অতিক্রম করার সময়ে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাকিমপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় তাকে রংপুরে পাঠানো হয়।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিউতে থাকা অবস্থায় শনিবার ভোররাতে মারা যান তিনি। হাকিমপুর উপজেলার বিশাপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস এর সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর