দিদারুল আলম চৌধুরী কিশোরগঞ্জের ক্রিকেটাঙ্গনের এক সময়ের সাড়া জাগানো খেলোয়াড়। ক্রিকেট ছেড়েছেন সেই ১৯৭৬ সালে। ব্যাংকে চাকরি করে এখন অবসর সময় কাটাচ্ছেন। বৃদ্ধ বয়সে আজ আবারও ক্রিকেট মাঠে খেলেছেন তিনি।
বিসিবির পরিচালক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু কিশোরগঞ্জের প্রবীণ ক্রিকেটারদের জন্য আজ শনিবার এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে খেলা শুরু করা হয়। এর আগে ক্ষুদে ক্রিকেটাররা প্রবীণদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়।
দিদারুল আলমের মত এ ক্রিকেট ম্যাচে খেলেছেন লাক্কু নন্দী, বাহার উদ্দিন বাহার, অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, অধ্যাপক ডা. খালেকুল ইসলাম ববি, রুহুল হোসাইন, অ্যাডভোকেট জালাল মো. গাউস, দেবব্রত পাল, সাইদুল হক শেখর, গোপাল নন্দী, লুৎফুল্লাহ হোসাইন পাভেলসহ অনেকেই। তারা প্রত্যেকেই কিশোরগঞ্জ ক্রিকেটের এক সময়ের উজ্জ্বল মুখ।
খেলায় লাক্কু নন্দী একাদশ নির্ধারিত ২৫ ওভারে ৮ উিইকেটে ১৪৩ রানের টার্গেট দেয়। জবাবে বাহার উদ্দিন বাহার একাদশ সবকটি উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে। খেলায় ৪ উইকেট লাভ করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাহার উদ্দিন বাহার একাদশের সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
মাদকাসক্তিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণদেরকে ফিরিয়ে এনে খেলাধুলামুখি করাই এ ম্যাচের উদ্দেশ্য বলে আয়োজক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু জানান। শুধু তাই নয়, পরবর্তীতে আরও নানামুখি উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। এছাড়া আগামী ৯ মার্চ থেকে কিশোরগঞ্জে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হবে।
বিডি প্রতিদিন/হিমেল