দৈনিক বাংলাদেশ প্রতিদিনের একযুগে পদার্পণ উপলক্ষে মানিকগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী।
জেলা প্রতিনিধি মো. কাবুল উদ্দিন খানের সভাপতিত্বে অন্যান্যদের উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সহসভাপতি গাজী ওয়াজেদ আলম, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, ক্রীড়া সম্পাদক আসরাফুল আলম লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আর এস মঞ্জুর রহমান, দপ্তর সম্পাদক আকরাম হোসেন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজাহান বিশ্বাস, সাবেক সভাপতি সাব্বিরুল ইসলাম সাবু ও মতিউর রহমান।
বিডি প্রতিদিন/ফারজানা