করোনায় সর্বাত্মক লকডাউনে কর্মহীন ও অসহায় ১০ হাজার পরিবারের মাঝে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর দেওয়া খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী ও সাধারণ সম্পাদক একরামুল হক লিকু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় ১ হাজার শ্রমজীবী পরিবারের মাঝে করোনাকালীন ঈদ উপহার হিসেবে ৮ কেজি চাল, ডাল, তেল ও আলু বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ঝিনাইদহ ও হরিনাকুন্ডু উপজেলায় ১০ হাজার শ্রমজীবী মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হবে।
বিডি প্রতিনিধি/আবু জাফর