১২ মে, ২০২১ ১৬:৩৯

কালিয়াকৈরে বিধিনিষেধ উপেক্ষা করে চলছে যানবাহন

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি:

কালিয়াকৈরে বিধিনিষেধ উপেক্ষা করে চলছে যানবাহন

বিধিনিষেধ উপেক্ষা করে গাজীপুরের কালিয়াকৈরে আজ ভোর থেকেই দুটি মহাসড়কে স্থানীয় যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে দূরপাল্লার বাস। সেই সঙ্গে জীবনের ঝুঁকি ও দুর্ভোগেও যেন প্রতিযোগিতার মাধ্যমে বাড়িতে ছুটছেন ঘরমুখো মানুষ। 

তাদের মধ্যে যেন করোনা ভাইরাসের কোনো ভয় নেই। তবে তাদের অভিযোগ, বিধিনিষেধ থাকায় সুযোগ বুঝে ৩ থেকে ৪ গুণ বেশি ভাড়া আদায় করে নিচ্ছেন পরিবহন শ্রমিকরা।

সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন থাকলেও সরকারি বিধিনিষেধ না মেনে দূরপাল্লার কিছু যানবাহন চলছে। মানুষের অতিরিক্ত চাপ থাকার কারণে পুলিশ দিয়েও সেসব বাস ঠেকানো যাচ্ছে না। তবে অন্য জেলা থেকে আমাদের এখানে দূরপাল্লার বাস এলে আমরা মামলা দিয়ে দিচ্ছি।

বিডি প্রতিদিন/ মজুমদার 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর