সনাতন পদ্ধতি বাদ দিয়ে আধুনিকভাবে পশু পালনের লক্ষে চুয়াডাঙ্গায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএইচএম শামীমুজ্জামান। বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা সুফি মো. রফিকুজ্জামান, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান প্রমুখ।
প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতরসহ বিভিন্ন প্রজাতির প্রাণির ৩০টি স্টল দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ