২ আগস্ট, ২০২১ ২১:৩৭

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা উদ্ধার

টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবা করেছে বিজিবি

কক্সবাজারের টেকনাফের সাবরাং সীমান্তে অভিযান চালিয়ে দুষ্কৃতিকারীদের ফেলে যাওয়া বস্তা থেকে ৬০ হাজার পিস ইয়াবা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার ভোরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সাবরাং বিওপির বিশেষ টহল মাদকের চালান আসার গোপন সংবাদ পেয়ে উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী মৎস্য ঘের সংলগ্ন মাঠে অভিযানে যায়। বেশ কিছুক্ষণ পর একজন দুষ্কৃতিকারী হারিয়াখালী মাঠের উত্তর দিক দিয়ে ১টি বস্তা কাঁধে নিয়ে গ্রামের দিকে আসতে থাকে। তখন বিজিবি টহলদলের সদস্যরা চ্যালেঞ্জ করে সামনে অগ্রসর হতে থাকে। 

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে চিংড়ি ঘেরের আড় দিয়ে গ্রামের ভেতর পালিয়ে যায়। পরে বিজিবি টহল দল ঘটনাস্থল তল্লাশী করে বস্তাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যমানের ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর