জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদীতে আশ্রয়ণ প্রকল্পের ২৮৩টি পরিবারের ১ হাজার ২০০ সদস্যের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে নরসিংদী চেম্বার অব কমার্সের আর্থিক সহযোগিতায় পলাশ উপজেলার মঝেরচর আশ্রয়ণ প্রকল্পে এসব খাবার বিতরণ করা হয়।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে আলোচনা করা হয়। খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই