চাঁদপুরের হাজীগঞ্জে খালার বাড়িতে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আনাস (৬) এর মৃত্যু হয়েছে। রবিবার সকালে পৌরসভার মকিমাবাদ ৬ নং ওয়ার্ড মোল্লা বাড়িতে এই ঘটনা ঘটে।
জানা যায়, আনাছের অসুস্থ মা চিকিৎসক দেখাতে হাজীগঞ্জে আসে। সন্ধ্যা হয়ে যাওয়ায় তারা আনাছের খালার বাড়ীতেই রাত্রি যাপন করেন। আনাছ এর বাড়ি ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামে। তিন ভাইয়ের মধ্যে আনাছ সবার ছোট। তার বাবা বিল্লাল হোসেন সৌদি প্রবাসী।
প্রতিবেশীরা জানান, সকালে বাসার সামনে মোটরসাইকেলের কাছে খেলতে গিয়ে পাশেই বিদ্যুতের তারে শিশুটিকে জড়িয়ে থাকতে দেখে, আমরা লাঠি দিয়ে তারের মধ্য থেকে তাকে বিচ্ছিন্ন করি। পরে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. হারুনুর রশিদ ঘটনাস্থলে গিয়ে শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। কারো কোন অভিযোগ না থাকায় সমাহিত করার জন্য পরিবারের দায়িত্বে দিয়ে দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন