পাবনায় বেড়েছে মাছের উৎপাদন। স্থানীয় চাহিদা পূরণ করে উদ্বৃত্ত মাছ সারাদেশে সরবরাহ হচ্ছে, রপ্তানী হচ্ছে বিদেশেও। মাছ চাষে স্থানীয় কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, আগ্রহ বাড়ছে বেকার যুবকদের।
মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ শনিবার পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহেদ মান্নানের সভাপতিত্বে সভায় পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, 'বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি'-এই প্রতিপাদ্য নিয়ে আজ থেকে শুরু হচ্ছে মৎস্য সপ্তাহ। বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, কর্মশালাসহ নানা আয়োজন থাকছে সাত দিনের কর্মসূচীতে।
তিনি আরও জানান, ২০২০-২১ অর্থ বছরে পাবনায় মাছের উৎপাদন হয়েছে ৬৮৫৯২.৮২ মেট্রিক টন, যা স্থানীয় চাহিদার চেয়ে ১৯,০৮৬.৫৮ মেট্রিক টন বেশী। ২০২১-২২ অর্থ বছরে পাবনায় মৎস্য উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০,৪৪৫ মেট্রিক টন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহেদ মান্নান বলেন, বাংলাদেশের অর্থনীতির অগ্রগতিতে মাছের উৎপাদন বড় ভূমিকা রাখছে। চলতি বছর বাংলাদেশ সারা বিশ্বে মৎস্য উৎপাদনে তৃতীয় স্থান দখল করেছে। স্থানীয় মৎস্য চাষীদের উদ্বুদ্ধকরণ ও সহায়তায় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডি প্রতিদিন / অন্তরা কবির