শিরোনাম
২৪ অক্টোবর, ২০২১ ২০:৪৩

বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে ১৩ হাজার টাকা জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে ১৩ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ হোটেল ও বেকারিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম।

আদালত সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌর শহরের প্রধান সড়কের শুকতারা হোটেল এন্ড সুইটস, নিউ আপ্যায়ন হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার, আদি শুকতারা হোটেল এন্ড রেস্টুরেন্ট, ওয়াপদা মোড়ের কলেজ ক্যাফেকে দুই হাজার টাকা করে এবং মুন্নি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়েছে। 

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা, ন্যায্যমূল্যে ভোক্তাকে তার প্রত্যাশা মাফিক পণ্য সরবরাহ না করায় এবং পণ্যের মোড়ক না থাকায় এ জরিমানা করা হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর