সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত চলছে। কোন ষড়যন্ত্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম থামাতে পারবে না। উন্নয়নের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
সোমবার বেলা ১১টায় জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষাপ্রকৌশল অধিপ্তরের বাস্তবায়নে ওই বিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী মো. শাহিনুর ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। সভায় উপজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম