বরগুনার পাথরঘাটায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আরও দুটি প্রতিষ্ঠানের আংশিক পুড়ে গেছে আগুনে।
সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পৌর শহরের মাছ বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, নৈশপ্রহরীরা বাজারে আগুন জ্বলতে দেখে চিৎকার দেয় এবং মসজিদ থেকে মাইকিং করে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। পাথরঘাটা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
পাথরঘাটা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আবু জাফর সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়। এরপর ঘণ্টাখানেকের চেষ্টায় স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্তের পরে জানা যাবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই