মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে নোয়াখালীতে মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে নোয়াখালী পৌরসভার আয়োজনে পৌরসভার বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি কনভেশন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী পৌরসভার মেয়র মো. সহিদ উল্যাহ্ খান সোহেলের সভাপতিত্বে আলোচনা সভা ও স্মৃতিচারণে বক্তব্য রাখেন সাবেক বৃহত্তর নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, সাবেক জেলা কমান্ডার মোজাম্মেল হক মিলন, ফজলুল হক বাদল, সাবেক জেলা ডিপুটি কমান্ডার মমতাজুল করিম বাচ্চু ও সাবেক থানা কমান্ডার মোস্তফা কামাল প্রমুখ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ চলাকালীন তাদের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই