গত ২৪ ঘন্টায় শেরপুর জেলায় ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩ জন। সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছে ২৫ জন।
গত ৭ দিনে ডায়রিয়া জনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছে ৩১১ জন। যার মধ্যে সুস্থ্ হয়েছে ২১৮ জন। এক মাসে ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৯৩১ জন । এর মধ্যে সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছে ৮৯৪ জন।
এই পরিস্থিতিকে জেলার স্বাস্থ্য বিভাগ অনেকটা স্বাভাবিক বললেও পরিস্থিতি খারাপ হতে পারে বলে শঙ্কা জানিয়েছে। তাই সবাইকে সমতর্ক থাকতে বলা হয়েছে।
সারাদেশের ডায়রিয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেরপুরে মোট ৫৮ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। জেলার প্রতিটি হাসপাতালে একজন ডাক্তারসহ ৩/৪ জনকে ডায়রিয়া রোগীর বিষয়ে বিশেষ দায়িত্ব দেয়া হয়েছে। খোলা হয়েছে হটলাইন।
জেলার সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য বলেছেন, সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক তবে স্বাস্থ্য বিভাগ সর্তক রয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল