১১ আগস্ট, ২০২২ ১৭:০০

বড়পুকুরিয়ায় খনি এলাকার ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি

বড়পুকুরিয়ায় খনি এলাকার ক্ষতিগ্রস্তদের 
মানববন্ধন

দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলনের ফলে ভূমি ধ্বস ও ভূমি অবনমনের কারণে বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামের ক্ষতিগ্রস্তরা আগামী ২৭ আগস্টের মধ্যে বসতভিটার অধিগ্রহণ ও ক্ষতিপুরণের সমুদয় টাকা না পেলে ২৮ আগস্ট থেকে খনি অবরোধ করে অনশনসহ লংমার্চের ঘোষনা দিয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজ সড়কে বড়পুকুরিয়া জীবন ও সম্পদ রক্ষা কমিটির ব্যানারে মানববন্ধন থেকে উক্ত আল্টিমেটামের কর্মসূচি ঘোষনা করা হয়। ক্ষতিগ্রস্ত দুটি গ্রামের নারী পুরুষ গলায় বিভিন্ন দাবিদাবা সম্বলিত পোস্টার, প্লাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেয়। 

বড়পুকুরিয়া জীবন ও সম্পদ রক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সংগঠনের প্রধান উপদেষ্টা ইব্রাহিম আলী মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন হামিদপুর ইউপি চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য রেজওয়ানুল হক, রুহুল আমিন মন্ডল, সভাপতি রফিকুল ইসলাম, ইউপি সদস্য সাইদুর রহমান, সম্পাদক বোরহান আলী, লিয়াকত আলী মন্ডল, বেলাল প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজ মাঠ ও বাজার প্রদক্ষিণ করে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর